মোস্তাফিজ-তাসকিনদের পাশে মাশরাফি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৩ অক্টোবর ২০১৭

পচেফস্ট্রম টেস্টে বাংলাদেশ হেরেছে খুবই বাজেভাবে। ৩৩৩ রানের ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ৪২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯০ রানে অলআউট বাংলাদেশ! এরপরও ম্যাচ শেষে পরাজয়ের জন্য বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম পুরোপুরি দায়ী করলেন বোলারদেরই। তবে মুশফিক বোলারদের সমালোচনা করলেও মোস্তাফিজ-তাসকিনদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি।

মিরপুরে একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ টেস্ট ক্রিকেটের বোলিং আসলে রাতারাতি বদলে দেয়া সম্ভব নয়। টেস্ট ক্রিকেটে লম্বা সময় বল করতে হবে, পাশাপাশি উইকেটও নিতে হবে। টেস্ট ক্রিকেট বোলারদের জন্য চ্যালেঞ্জিং। মোস্তাফিজ-তাসকিনরা একবারেই অনভিজ্ঞ, এরা যদি আরও বেশি খেলার সুযোগ পায়, অভিজ্ঞ হলে আরও ভালো করবে।’

পচেফস্ট্রুম টেস্টে বাজেভাবে হারায় সমালোচনা হচ্ছে চারদিকে। অনেকে টস জিতে ফিল্ডিং নেয়ার সমালোচনা করলেও মুশফিকের যুক্তি, ‘ফ্ল্যাট উইকেটে আমাদের বোলাররা বোলিং করতে পারবে, এটা কখনোই বিশ্বাস করি না।’

কিন্তু মাশরাফির ভাবনা ভিন্ন। পরাজয়ের পরও হতাশা ছাপিয়ে ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন ওয়ানডে এই অধিনায়ক। মাশরাফি বলেন, ‘সবাই শুধু হারের কথা বলছে। কিন্তু ছেলেরা যে চারটা দিন লড়াই করেছে, সেটা কিন্তু আমরা কেউ বলছি না। কিছু ভুল না করলে শেষ ইনিংসে (ব্যাটিং লাইনআপ) এমনভাবে ভেঙে পড়ত না।’

সবশেষে সমালোচনার চেয়ে এই মুহূর্তে ইতিবাচক মন্তব্যই যে খেলোয়াড়দের বেশি অনুপ্রাণিত করে, মাশরাফি সে কথাটাও মনে করিয়ে দিলেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।