বোলারদের আত্মবিশ্বাস নড়ে যাবে না তো!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৩ অক্টোবর ২০১৭

এক টেস্ট হারেই সব কিছু শেষ হয়ে যায় নি। পচেফস্ট্রম টেস্টে ফ্লাট পিচে বোলাররা যেমন করেছেন, তাতে তাদের উপর সব দোষ চাপিয়ে দেয়া একটু বাড়াবাড়িই। তবে প্রথম টেস্টে বাজে ব্যাটিং প্রদর্শনীতে বড় হার দেখার পর মুস্তাফিজ-তাসকিনদেরই একটু বেশি দোষী করলেন অধিনায়ক মুশফিকুর রহিম।

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরছে বাংলাদেশ। ৬ অক্টোবর ব্লুমফনটেইনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। হয়তো এই টেস্টে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার চিরাচরিত পেস সহায়ক উইকেট।

তবে উইকেট বোলিং বান্ধব হলেও যে বাংলাদেশের বোলাররা বড় কিছু করে ফেলতে পারবেন, এমন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। খোদ অধিনায়কই যে আত্মবিশ্বাস নাড়িয়ে দিয়েছেন তাদের!

পচেফস্ট্রম টেস্টে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা হচ্ছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৯০ রানে গুটিয়ে যাওয়া নিয়েও। কিন্তু ম্যাচ শেষে মুশফিক বেশিরভাগ ক্ষোভ ঝেড়েছেন বোলারদের উপর। তার দাবি, ব্যাটম্যানরা উন্নতি করলেও বোলাররা নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারছেন না কখনই।

স্বভাবতই ব্লুমফনটেইনে দ্বিতীয় টেস্টের আগে ভীষণ অন্ধকার দেখা গেল তাসকিন-মুস্তাফিজ-মিরাজদের মুখগুলো। অধিনায়কের এমন মন্তব্যের পর বোলারদের আত্মবিশ্বাসে ধাক্কা লাগাটাও স্বাভাবিক। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের বোলারদের সাহস দিতে চাইলেন সিনিয়র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।

অভিজ্ঞতায় টাইগাররা বোলাররা পিছিয়ে আছেন, সেটাও সবাইকে মনে করিয়ে দিলেন তিনি, ‘ওদের রাবাদা, মরকেলের কথা যদি বলেন, ওরা অনেক ম্যাচ খেলেছে। অভিজ্ঞতায় ওরা অনেক এগিয়ে। তবে হ্যাঁ, আমাদের স্পিন বোলিং আরেকটু ভালো হওয়া উচিত ছিল। আসলে ছোট ছোট অনেক কিছুই আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটি বিষয়েই কাজ করার আছে আমাদের।’

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।