গঠনতন্ত্র বৈধ কি না জানতে চান সাবের হোসেন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০১ অক্টোবর ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন, দেশের ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে। তবে আজ (রোববার) আয়োজিত সংবাদ সম্মেলনে সাবের হোসেন চৌধুরী এ প্রসঙ্গে কোন জবাবই দিলেন না। উল্টো বিসিবির দিকে ছুঁড়ে দিয়েছেন দুটি প্রশ্ন।

বাংলাদেশের ক্রিকেট প্রশাসন- কোন পথে? শীর্ষক ব্যানারে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিসিবির গঠনতন্ত্র বৈধ কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।

গঠনতন্ত্র বৈধ কি না? এই প্রশ্ন করতে গিয়ে বিসিবির সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন বলেন, ‘আমি দুটো জায়গায় ফোকাস করতে চাই, এখানে দুটো প্রশ্ন আমার। প্রথমটা হচ্ছে, বর্তমান যে বোর্ড আছেন তারা কি মনে করেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়ের আলোকে ওনারা যে গঠনতন্ত্র নিয়ে কাজ করছেন এ গঠনততন্ত্র বৈধ? আমি কোন কমিটি নিয়ে কথা বলছি না, কথা বলছি গঠনতন্ত্র নিয়ে।’

গঠনতন্ত্র নিয়ে পরিষ্কার জবাব দেয়ার কথাও বলেন সাবেক বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এটার পরিষ্কার জবাব থাকতে হবে, এই গঠণতন্ত্র বৈধ এবং আমরা এটা নিয়ে কাজ করছি। রায় তো বলে, এটা বৈধ নয়। দরকার হলে এটা নিয়ে আপনাদের সবার সামনে তাদের সাথে আমি আলোচনায় বসতেও রাজি আছি।’

সাবের হোসেন দাবি করেন আদালতের রায় অনুযায়ী সব নিষ্পত্তি না হলে নির্বাচন আয়োজন করা বেআইনি। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশনাটা দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, এই রায় বা শুনানিটা যখন নিষ্পত্তি হবে তার উপর নির্ভর করবে এই নির্বাচন হবে কি না।’

২০০০ সালের এজিএমের একটি প্রস্তাবনাকে সামনে এনে তিনি অপর প্রশ্নটি বিসিবিকে করেন, ‘এখানে আরও একটা মৌলিক প্রশ্ন চলে আসে । এই আলোচনাটা হওয়া খুবই জরুরি। সেটা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে পরিচালিত হবে? ২০০০ সালের এজিএমে আমাদের প্রস্তাবনা ছিল, ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হবে। ’

সাবের হোসেন চৌধুরী এরপর জানান, বিসিবি সভাপতি নির্বাচনে এখনও সরকারের প্রভাব রয়েছে। এ কারণে তিনি চান কোনোভাবেই যেন বিসিবিতে সরকারের কোনো প্রভাব না থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ সে সব ফেডারেশন বা সংস্থায় প্রভাব বিস্তার করতে পারে, যেগুলোর সঙ্গে এনএসসির আর্থিক বিষয় জড়িত। কিন্তু বিসিবি যেহেতু নিজ অর্থায়নে চলে, এনএসসির দ্বারস্থ হতে হয় না। সে কারণে এখানে সরকারের প্রভাবও থাকতে পারে না।

এমএএন/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।