বাভুমার ক্যাচ ছেড়ে মাঠের বাইরে ইমরুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, ০১ অক্টোবর ২০১৭

মোস্তাফিজুর রহমানের গতিতে হাশিম আমলা আউট হয়েছেন সকাল সকাল। পরের ওভারেই দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন শফিউল ইসলাম। টেম্বা বাভুমার শটটি ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে প্রায় তালুবন্দী করে ফেলেছিলেন ইমরুল কায়েস।

কপাল মন্দ, হাতে বলটা এত জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয়েছে ইমরুলকে। তার পরিবর্তে ফিল্ডিংয়ে নামেন তাইজুল ইসলাম। মাঠের বাইরে এ সময় বরফ পানি দিয়ে আঙুলের শুশ্রুষা নিতে দেখা গেছে ইমরুলকে। ইনজুরি গুরুতর হলে বাংলাদেশের জন্য খবরটি দুঃখেরই হবে।

যখন ক্যাচ দিয়েছিলেন বাভুমা ছিলেন ৮ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। বাভুমা ১৭ এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস ব্যাট করছিলেন ২২ রান নিয়ে।

প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ করে ইনিংস ঘোষণা করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বার ব্যাটিং করছে। বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ৩২০ রানে। ফলে ১৭৬ রানের বড়সড় লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে প্রোটিয়ারা।

বাংলাদেশকে অলআউট করে তৃতীয় দিন শেষ বিকেলে ১৫.৫ ওভার ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। আরও কয়েক ওভার খেলা হওয়ার কথা ছিল, আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা।
তবে এই সময়ের মধ্যেই স্বাগতিকদের ২টি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। দলীয় ৩০ রানের মাথায় ডিন এলগারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শফিউল ইসলাম। প্রথম ইনিংসে মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করা এই ব্যাটসম্যান এবার করেন ১৮ রান।

সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই অভিষিক্ত ওপেনার এইডেন মার্করামের উইকেটটি তুলে নেন 'কাটার মাস্টার' মুস্তাফিজ। প্রথম ইনিংসে ৯৭ রান করা এই ব্যাটসম্যান উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন ১৫ রান করে। চতুর্থ দিনে একইভাবে আমলার উইকেটটি তুলে নিয়েছেন মুস্তাফিজ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।