অবশেষে উইকেট পড়লো দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

অবশেষে উইকেটের দেখা পেলো বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন দুই ওপেনার এইডেন মার্করাম এবং ডিন এলগার। বাংলাদেশের নির্বিষ বোলিংকে অনায়াসেই তুলোধুনো করছিল দুই ব্যাটসম্যান। দু'জন মিলে গড়ে তুলেছিল ১৯৬ রানের বিশাল জুটি। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে গিয়ে উইকেটের দেখা পেলো বাংলাদেশ।

৫৫তম ওভারে বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ডিন এলগার। ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়েই রানের চেষ্টা করলেন এলগার। দু'পা এগিয়েও এসেছিলেন তিনি; কিন্তু নন স্ট্রাইকিং প্রান্তে এইডেন মার্করাম দ্রুত এলগারের ডাকে সাড়া দিয়ে অর্ধেক ক্রিজ পার হয়ে যান। ফিল্ডার মুমিনুল দ্রুত বল কুড়িয়ে মিরাজের হাতে ফেরত পাঠান। বল ধরেই উইকেট ভেঙে দিলেন মিরাজ।

১৫২ বল খেলে ৯৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন এইডেন মার্করাম। অভিষেকেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি। মাত্র ৩ রান দুরে থাকতেই উইকেটটা হারালেন রানআউটের খাঁড়ায় পড়ে। আফসোস তার জন্য। একেবারে তীরে এসে তরি ডুবিয়ে ফেললেন।

এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৫৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯৮ রান। সেঞ্চুরি করে ফেলেছেন এলগার। ১০১ রান নিয়ে ব্যাট করছেন তিনি। নতুন নামা ব্যাটসম্যান হাশিম আমলা রয়েছেন শূন্য রানে।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।