দক্ষিণ আফ্রিকা দলে দুই অভিষিক্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭
এইডেন মার্করাম এবং আন্দেলু ফিকোয়াউ

পচেফস্ট্রমে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক দলে অভিষেক হয়েছে দু'জনের-ওপেনিং ব্যাটসম্যান এইডেন মার্করাম আর পেস বোলিং অলরাউন্ডার আন্দেলু ফিকোয়াউ।

টেস্টে প্রথমবারের মত হলেও ফিকোয়াউ দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগে সীমিত ওভারে খেলেছেন। তবে এইডেন মার্করাম দলে জায়গা পেয়েছেন একেবারে নতুন মুখ হিসেবে।

ডানহাতি পেসার ফিকোয়াউ প্রোটিয়াদের হয়ে খেলেছেন ১৭টি ওয়ানডে আর ৭টি টি২০। ২৭টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৩৯টি। ব্যাট হাতেও খারাপ করেননি। ৩টি ফিফটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় বিশের একটু উপরে। আছে ৩টি পঞ্চাশোর্ধ ইনিংস।

মার্করাম সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং ধারাবাহিকতার কারণে। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪.৩৩ গড়ে করেছেন ২৩৫০ রান। ৬টি সেঞ্চুরির সঙ্গে তার রয়েছে ১১টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮২ রানের।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।