প্রভাব খাটিয়ে বন্ধুদের দলে নিচ্ছেন স্মিথ!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

দল খারাপ করলে কত কথাই শুনতে হয়! স্টিভেন স্মিথের পারফম্যান্স আর নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তোলার মানুষ খুব একটা নেই। তবে দুই ম্যাচ বাকি থাকতেই ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারের পর তরুণ এই অধিনায়কের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলে বসেছেন রোডনি হগ।

অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের দাবি, দল নির্বাচনে নিজের বন্ধুদের প্রাধান্য দিচ্ছেন স্মিথ।

সিইএন রেডিও স্টেশনে দেয়া এক সাক্ষাতকারে অধিনায়ক স্মিথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেছেন, `তারা তো নিজেদের বন্ধু-বান্ধবদের বেছে নিচ্ছে। স্মিথের অবশ্যই নির্বাচক হওয়া উচিৎ নয়। আপনি কখনোই নিজের বন্ধুদের দলে বাড়তি সুযোগ দিতে পারেন না।'

দল নির্বাচনে অস্ট্রেলিয়াকে আরও স্বচ্ছ হওয়ার আহ্ববান জানিয়েছেন হগ। সাবেক এই পেসার সবকিছুতেই স্মিথের বাড়তি প্রভাব দেখছেন। তিনি বলেন, ‘আমাদের স্বচ্ছ হতে হবে। এখানে কিছুটা অন্যরকম ব্যাপার হচ্ছে। আমার মনে হয়, অধিনায়ক নিজের মত করে সব চালাচ্ছেন। যেভাবে সবকিছু চলছে, সেটা প্রশ্নের জন্ম দেয়ার কথাই।’

পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে পিছিয়ে। বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুতে সিরিজের চতুর্থ ওয়ানডে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।