র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার দিনে কোহলির মাইলফলক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের ফলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে একে উঠে এসেছে ভারত।

র‌্যাংকিংয়ে একে ওঠার দিনে মহেন্দ্র সিং ধোনির একটি মাইলফলকও স্পর্শ করেছেন দলপতি বিরাট কোহেলি

শনিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা ৯ ম্যাচে জয় পেল কোহলির দল। ভারতের টানা জয়ের দিক থেকে যৌথভাবে শীর্ষে এই রেকর্ড। ২০০৮ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধোনি টিম ইন্ডিয়াকে টানা ৯ ম্যাচে জিতিয়েছিলেন।

সাউথ আফ্রিকাকে হটিয়ে র‌্যাংকিংয়ে ভারত শীর্ষস্থান দখল করেছে। অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে। ইংল্যান্ড চারে, পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে পাকিস্তান, বাংলাদেশ সাতে, আট নম্বরে শ্রীলঙ্কা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত ছয় নম্বরে ছিল বাংলাদেশ। পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ায় একধাপ নেমে যেতে হয় মাশরাফি বাহিনীকে।

এমএএন/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।