বৃষ্টি আশীর্বাদে চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ ড্র!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

তিনদিনে খেলা হওয়ার কথা ছিল মোট ২৭০ ওভার; কিন্তু বৃষ্টির কারণে হয়েছে মোট ১৮১.৫ ওভার। তার মধ্যে চট্টগ্রাম বিভাগ তাদের প্রথম ইনিংসে ১৪২.৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৪৩২ রান সংগ্রহ করেছে। রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খেলতে পেরেছে মাত্র ৩৯ ওভার। ফলে স্পষ্টই বোঝা যাচ্ছে ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আজ (রোববার) দুপুর ১টা ১০ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যাওয়ায় বিকেল সাড়ে চারটায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩৯ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে রাজশাহী।

চট্টগ্রাম বিভাগের চেয়ে এখনো তারা ২৮৫ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন জহুরুল ইসলাম ৭৫ রানে ও নাজমুল হোসেন ২৫ রানে। তারা দুজন চতুর্থ ও শেষ দিনে ব্যাট করতে নামবেন। দলীয় ১০৩ রানের মাথায় আউট হয়েছেন মাইশিকুর রহমান। তিনি ৩৬ রান করে আউট হন। তার উইকেটটি নিয়েছেন ইমরুল করিম।

তার আগে ১৩৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪১৯ রান করা চট্টগ্রাম বিভাগ আজ তৃতীয় দিনে ব্যাট করতে নামেন। দ্বিতীয় দিনে ১০ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান রানা আজ রোববার নিজের নামের পাশে মাত্র ১ রান যোগ করে ৪৩১ রানের মাথায় আউট হন। ৩৩২ রানের মাথায় আউট হয়ে যান আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা কাজী কামরুল। তিনি ৫৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। তার উইকেট পতনের মধ্য দিয়ে চট্টগ্রামের ইনিংসের যবনিকাপাত ঘটে।

বল হাতে রাজশাহীর শরীফুল ইসলাম ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন সাকলাইন সজীব ও নাজমুল হোসেন। ১টি করে উইকেট শিকার করেছেন ফরহাদ রেজা ও সানজামুল ইসলাম।

প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে রাজশাহী। তবে চট্টগ্রামের বিপক্ষে জয়ের সম্ভাবনা ক্ষীণ। ইতিমধ্যে এই টেস্টের ড্রয়ের মঞ্চ প্রস্তুত।

এমএএন/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।