তামিমের পর এবার ইনজুরিতে সৌম্য!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭

দক্ষিণ আফ্রিকা সিরিজ যেন বাংলাদেশ দলের জন্য একটি ‘অপয়া’ সিরিজে রুপ নিয়েছে। একের পর এক আসছে দুঃসংবাদ। দল ঘোষণার আগেই সাকিবের ছুটি, রুবেলের ভিসা জটিলতা, তামিমের ইনজুরির পর সর্বশেষ ওপেনার সৌম্য সরকারও পড়েছে হাতের ইনজুরিতে।

বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাতে ব্যাথা পেয়েছিলেন সৌম্য। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি তিনি। সৌম্যর পরিবর্তে ইনিংস ওপেন করেন লিটন দাস। আর তামিমের পরিবর্তে ওপেন করেন ইমরুল কায়েস।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সিরিজে দলীয় ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু বেনোনি থেকে বাংলাদেশের মিডিয়াকে জানিয়েছেন, ‘হাতে কিছুটা ব্যাথা পেয়েছেন সৌম্য সরকার। আজ রাতে স্ক্যান করলেই বোঝা যাবে আসলে সমস্যাটা কী!’

তামিমের প্রসঙ্গে নান্নু বলেন, ‘তামিম এখন কিছুটা ভাল আছে। আশা করছি প্রথম টেস্টেই খেলতে পারবে সে।’ তবে দু'জনেরই সর্বশেষ অবস্থা নিয়ে আজকের প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

এমএএন/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।