‘স্টোকসের চেয়ে ভালো সাকিব’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

দীর্ঘ দিন ধরেই আছেন ক্রিকেটের তিন ফরমেটের সেরা অল রাউন্ডার হয়ে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। ব্যাট-বলের দুর্দান্ত পারফর্মেন্সে দলকে এনে দিয়েছেন অনেক জয়। বলা হচ্ছে সাকিব আল হাসানের কথা। এবার টাইগার এই তারকাকে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হুসেইন।

শুধু তাই নয় বর্তমানে ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবে বেন স্টোকস ও ভারতের হার্দিক পান্ডিয়ার চেয়েও সাকিবকে এগিয়ে রেখেছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।

ওয়ানডে ক্রিকেটে সেরা অলরাউন্ডার কে? এমন প্রশ্নের উওরে সম্প্রতি স্কাই স্পোর্টস’কে দেয়া এক সাক্ষাৎকারে নাসের হুসেইন বলেন, ‘এ ক্ষেত্রে আমি সাকিবকে এগিয়ে রাখব। বাংলাদেশ তথা উপমহাদেশে সাকিব একজন পারফেক্ট অলরাউন্ডার। দীর্ঘ দিন ধরেই দুর্দান্ত পারফর্ম করছেন সাকিব।’

অলরাউন্ডারের দৌড়ে সাকিবের পর বেন স্টোকস এবং হার্দিক পান্ডিয়াকে রাখছেন নাসের হুসেইন। এ প্রসঙ্গে নাসের হুসেইনের বলেন, ‘সাদা বলের ক্রিকেটে বেনের সম্ভাবনা দারুণ। ভারতের হার্দিকও ভালো অবস্থানে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।