বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

প্রায় নয় বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে। আর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

ক্রিকেট সাউথ আফ্রিকার ১৩ সদস্যের ঘোষিত এই দ প্রথমবারের মত ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান এইডেন মারক্রম। একই ডাক পেয়েছেন ওয়েন পারনেল।

এদিকে ইনজুরির কারণে ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস ও ডেল স্টেইন বাদ পড়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট।

দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।