ভারতের খাবার নিয়ে অসন্তোষ স্মিথদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে এখন ভারতে অবস্থান করছে স্মিথ বাহিনী। প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর দ্বিতীয় মাচেও ৫০ রানে হেরে গেছে অসিরা। তবে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।

বুধবার অনুশীলনের আগে দুপুরের মেন্যুতে গ্রিল চিকেনের অর্ডার করেছিল অস্ট্রেলিয়া। সেখানেই বেধেছে বিপত্তি। খাওয়ার পর অস্ট্রেলিয়া দলের অনেকের কাছেই মনে হয়েছে সেটা অনেক বেশি তাপমাত্রায় রান্না করা হয়েছে। সাধারণত গ্রিল চিকেন রান্না হওয়া চাই ৭৩ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে সঙ্গে অভিযোগ করেন অজি ক্রিকেটাররা।

এদিকে অসি ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান বাবুর্চিকে এই ব্যাপারে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।