বৃহস্পতিবার বেনোনিতে শুরু হচ্ছে মুশফিকদের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

গত শনিবার বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর পরেরদিন দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সেদিনই বেনোনিতে শাহারা ক্রিকেট কমপ্লেক্স গ্রাউন্ডে অনুশীলন শুরু করে টাইগাররা। গত তিনদিন কঠোর অনুশীলন করল মুশফিকুর রহীম অ্যান্ড কোং। দেশ থেকেও প্রস্তুতি নিয়ে দক্ষিণ আফ্রিকা গেছে তারা। যাওয়ার আগে অস্ট্রেলিয়াকে হারানোর সুখ স্মৃতি নিয়ে গেছে সঙ্গে করে।

সবকিছুই এখন অতীত। সামনে কঠিন চ্যালেঞ্জ, কঠিন পরীক্ষা। সেই পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা। অর্থাৎ প্রস্তুতি ম্যাচ। তিনদিনের এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে।

আগামীকালই (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকা সফর আনুষ্ঠানিকভাবে শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। তিনদিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। এই ম্যাচ দিয়েই বোঝা যাবে, এই সফরে কেমন করবে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম বললেন, তারা দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জটা নিতে চান।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।