আফগানিস্তানকে সিরিজ হারাতে চান সাইফ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৫ তারিখ ঢাকায় আসবে আফগানিস্তান-১৯ দল। সিলেটে অনুষ্ঠিতব্য এই সিরিজে অংশ নিতে আজ (মঙ্গলবার) সকালে দুই ভাগে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ঢাকা ছাড়ার আগে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে, সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করেন অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান।

সিরিজ জয়ে দারুণ আত্মবিশ্বাসী সাইফ হাসান। তিনি বলেন, ‘আমরা সিরিজ জিততে চাই। সে লক্ষ্যেই খেলবো। আশা করছি সিরিজ জিততে পারবো।’

দলের প্রস্তুতি বেশ ভাল বলেও জানান যুব দলের এই অধিনায়ক। তিনি বলেন, ‘আফগানিস্তানের সফর উপলক্ষ্যে আমাদের প্রস্তুতিটা বেশ ভাল। এইচপির বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। সম্প্রতি আমরা বেশ কয়েকজন জাতীয় লিগেও খেলেছি। মোটের উপর, ম্যাচ প্র্যাকটিসটা বেশ ভাল হয়েছে। এখন মাঠের পারফরম্যান্স যদি ভাল হয়, তবে ভাল ফল আসবে আশা করি।’

জাতীয় ক্রিকেট লিগে তার সেঞ্চুরিটি সিরিজে মনোবল বাড়াবে বলেও মনে করেন সাইফ হাসান। তিনি বলেন, ‘সেঞ্চুরিটা এই সিরিজে আমার মনোবল বেশ শক্ত করবে বলে মনে করি। বৃষ্টি না হলে ইনিংসটা হয়তো আরও বড় করতে পারতাম। ম্যাচে ভাল খেললে আত্মবিশ্বাসটা বাড়ে।’

যেহেতু যুবাদের বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। সেখানে বাউন্সি উইকেট, তাই সিলেটে অনুশীলনটা বেশ কাজ দেবে বাংলাদেশের। সাইফ হাসান বলেন, ‘সিলেটের উইকেট একটু ফাস্ট থাকে। যেহেতু আমরা নিজেদের কন্ডিশনে খেলবো, তাই একটু বাড়তি সুবিধা তো পাবোই । এখান থেকেই আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে ।’

২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হলেও, এর আগে সিলেট বিভাগীয় একাদশের বিপক্ষে বাংলাদেশ অনুর্দ্ধ-১৯ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

এমএএন/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।