জন্ম তারিখ নিয়েই যত জটিলতা রুবেলের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

পূর্ণাঙ্গ সফরে দুই ভাগে ভাগ হয়ে গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা গিয়েছে বাংলাদেশ দল। সন্ধ্যার ফ্লাইটে মুশফিকুর রহীমের সঙ্গে ছিলেন রুবেল হোসেনও। দলের সঙ্গে বিমান বন্দরেও গিয়েছেন তিনি। তবে রুবেল হোসেনকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাননি তিনি। ফলে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি এই পেসার।

রুবেলের যেতে না পারার খবর আসার পর থেকেই আসতে থাকা নানান গুঞ্জন। কেউ বলছেন, রুবেল হোসেন দক্ষিণ আফ্রিকায় ব্ল্যাক লিস্টেড (কালো তালিকাভুক্ত), আবার কেউ বলছেন চিত্র নায়িকা হ্যাপির করা সেই মামলার রেশ ধরেই দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি রুবেল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, অন্য কিছু নয়, জন্ম তারিখ নিয়ে সমস্যার কারণেই ভিসা জটিলতা তৈরি হয়েছে রুবেলের।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাংবাদিক লাউঞ্জে বসে এসব কথা বলেন তিনি। সমস্যার সমাধান করে দু’-একদিনের মধ্যেই রুবেল দক্ষিণ আফ্রিকা যাবেন বলে জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘রুবেলের ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ওর জন্ম তারিখ নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে এটা ঠিক করার যথেষ্ট চেষ্টা চলছে। হয়তো এক-দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’

jagonews24

দক্ষিণ আফ্রিকায় রুবেল কোনো কালো তালিকায় নেই বলেও নিশ্চিত করেন আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ও (রুবেল) কেন ব্ল্যাক লিস্টে যাবে? বাংলাদেশের হয়ে অন্য সব দেশেই সে খেলতে গিয়েছে। ওটা একটা ভুল । বললামই তো, ওর জন্ম তারিখের সমস্যা হয়েছে।’

রুবেলকে যে কোনোভাবে দক্ষিণ আফ্রিকা পাঠানোর পক্ষে আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ঠিক তো হতেই হবে। কারণ, ও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওকে বাংলাদেশের দরকার আছে। আমরা তো একটা ভুল বোঝাবুঝি মেনে নিতে পারি না।’

দক্ষিণ আফ্রিকায় যেতে না পারার বিষয়ে জাগো নিউজের পক্ষ থেকে রুবেল হোসেনের সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে, ক্ষুদে বার্তার মাধ্যমে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এমএএন/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।