কক্সবাজারে ড্র করলো ঢাকা-বরিশাল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

দুই উইকেট হারিয়ে ৩০৯ রান। লঙ্গার ভার্সন ক্রিকেটে এটা বেশ শক্ত অবস্থানই বলা যায়। এমন শক্ত অবস্থানে থেকেও শেষ পর্যন্ত জাতীয় ক্রিকেট লিগে বরিশালের সাথে ড্র করেছে ঢাকা বিভাগ।

১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে কক্সবাজারে মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ। বৃষ্টির বাগড়ায় ম্যাচের তিনদিনই খেলা হতে পারেনি। ফলে নিষ্প্রাণ ড্র মেনে নিতে হয়েছে দুই দলকেই।

শুক্রবার ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা হয়নি। পরদিন ব্যাট-বলের লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। শেষ দুদিন আবারও বৃষ্টি। রোববার বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজও (সোমবার) একই কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে দুপুরে ম্যাচ ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। দুই দলকে ২ পয়েন্ট করে দেওয়া হয়েছে।

ম্যাচের দ্বিতীয় দিন পুরো ৯০ ওভার খেলা হয়। টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে ঢাকা বিভাগ। সেঞ্চুরির স্বাদ পান রনি তালুকদার ও সাইফ হাসান। রনি ১২০ ও সাইফ ১০৬ রান করেন। সাইফ ১০৬ রানে অপরাজিত ছিলেন।

এমএএন/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।