টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা পাঁচে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

আইসিসি ঘোষিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। আর অল-রাউন্ডারদের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

সম্প্রতি বাংলাদেশ কোনো টি-টোয়েন্টি না খেললেও অন্যদের ব্যর্থতায় ৬৯৫ রেটিং নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। তাকে জায়গা দিয়ে ছয়ে নেমে গেছেন স্যামুয়েল বদ্রি। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ধরে রেখেছেন এক নম্বর স্থান। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন ভারতের জাসপ্রিন্ত বুমরাহ। চারে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আগের মতোই সাকিবের অবস্থান নয়ে।

অল রাউন্ডার র‌্যাংকিংয়ে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব এক নম্বরে। দুই আছেন গ্লেন ম্যাক্সওয়েল, তিনে মোহাম্মদ নবী ও চারে মারলন স্যামুয়েলস। আর ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।