বাংলাদেশের বিপক্ষে খেলবেন না স্টেইন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

চলতি মাসেই দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকার গতিময় বাউন্সি পিচে টাইগারদের খেলতে হবে না ডেল স্টেইনকে। কাঁধের ইনজুরি পুরোপুরি ভালো না হওয়ায় এই সিরিজে খেলা হচ্ছে না প্রোটিয়া এই তারকার।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কাঁধের হাড় ভেঙে ফেলার পর থেকে সব ধরনের ক্রিকেটের বাইরে স্টেইন। কয়েকদিন আগেই নিজের মুখে জানিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান। নিজেকে ফিট প্রমাণে প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটের ওপেনিং রাউন্ডে খেলতে চেয়েছিলেন স্টেইন। আগামী মঙ্গলবার নিজ দল টাইটানসের হয়ে ডলফিনের বিপক্ষে খেলার মনোস্থির করেছিলেন তিনি। তবে হুট করে তা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া এ বিধ্বংসী পেসার।

এ নিয়ে স্টেইন জানান, ‘প্রায় ১০ মাস মাঠের বাইরে। এরপরও বোলিং ভালোই করছি। তবে চার দিনের ম্যাচ বা টেস্টে বোলিং করার মতো এত পরিশ্রম এখনো করিনি। তাই হুট করে বড় দৈর্ঘ্যের ম্যাচে খেলতে চাচ্ছি না।’

মূলত ক্যারিয়ারটা দীর্ঘ করতেই স্টেইন আপাতত এড়িয়ে চলছেন বড় দৈর্ঘ্যের ক্রিকেট। এ নিয়ে স্টেইন বলেন, ‘আমি আরও কিছু বছর খেলতে চাই। এই মুহূর্তে বড় পরিসরের ক্রিকেট আমার জন্য বেশি হয়ে যায়। তাই সাদা বলের অপেক্ষায় থাকতে হচ্ছে।’

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।