বিগ ব্যাশে নাম লেখালেন রশিদ খান

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ছোট দলের বড় তারকা তিনি। বিপিএল, আইপিএল, সিপিএল সব ঘরোয়া লিগেই তার উপস্থিতি। বলা হচ্ছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের কথা। এবার আফগান এই তারকা নাম লেখালেন অস্ট্রেলিয়ার লিগ বিগ ব্যাশে। সেখানে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন এই তারকা।

বিগ ব্যাশে দল পাওয়া নিয়ে রশিদ খান বলেন, 'অ্যাডিলেড স্টাইকার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমি ভীষণ খুশি। আর দেশের প্রথম ক্রিকেটের হিসেবে বিগ ব্যাশে ডাক পাওয়াটাও বিশাল সম্মানের।'

অ্যাডিলেড স্টাইকার্সের কোচ জেসন গিলেস্পিও রশিদ খানের দলে অন্তর্ভুক্তি নিয়ে বলেন, 'রশিদ খান টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য অসম্ভব উদ্যমী একজন বোলার। তার বলে দারুণ বৈচিত্র্য আছে। ও তাকে দলে পেয়ে আমরা খুশি।'

প্রথমবারের মত আইপিএলে গিয়ে বাজিমাত করেন রশিদ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তুলেন ১৭ উইকেট। আর চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত খেলেন এই তারকা।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।