দক্ষিণ আফ্রিকা সফরে ম্যানেজার নান্নু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭

খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকেট পাড়ায় ভেসে বেড়ানো গুঞ্জন নয়। খোদ মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘খালেদ মাহমুদ সুজন যেতে পারছেন না। তাই আমাকেই ক্রিকেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে।

আপনার ভূমিকা কি হবে? নান্নুর ব্যাখ্যা, ‘আমি ক্রিকেট ম্যানেজারের ভূমিকায় থাকবো।’

জানা গেছে খালেদ মাহমুদ সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে অপরাগতা প্রকাশ করেছেন। তিনি যেতে না চাওয়ায় বিসিবি বিকল্প ম্যানেজার হিসেবে মিনহাজুল আবেদিনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ বিকেলে বিসিবির সিইও বিষয়টি নান্নুকে জানিয়েছেন।

এআরবি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।