টস হেরে বোলিংয়ে তামিমদের বিশ্ব একাদশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭

আজকের ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় পাকিস্তান। আর প্রথম ম্যাচে ২০ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ডু প্লেসি-তামিমদের বিশ্ব একাদশ। আর সেই লক্ষ্যে ইন্ডিপেনডেন্স কাপের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথম বোলিং করছে বিশ্ব একাদশ।

এদিকে দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুই দল। পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচে খেলা ফাহিম আশরাফ ও উসমান শেনওয়ারি পরিবর্তে খেলছেন মোহাম্মদ নাওয়াজ ও হাসান আলী।

আর বিশ্ব একাদশ দলে ড্যারেন স্যামি ও গ্র্যান্ট এলিয়টের পরিবর্তে একাদশে এসেছেন স্যামুয়েল বাদ্রি ও পল কলিংউড।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।