দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

আগের দিনই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন না সাকিব। মূলতঃ আগামী ছয় মাস টেস্ট থেকে দুরে থাকতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। জানা গিয়েছিল, সাকিব নিজেই চিঠি দিয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন, আগামী ছয় মাস টেস্ট সিরিজ থেকে অব্যাহতি দেয়ার জন্য। জাগো নিউজই এ ব্যাপারে সবার আগে সংবাদ প্রকাশ করেছিল

অবশেষে সে খবরই সত্যি হলো। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে। ২০১৭-১৮ মৌসুমের ১৯তম জাতীয় ক্রিকেট লিগ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন আকরাম খান। 

তবে সিরিজে খেলা না খেলা অনেকটা সাকিবের ইচ্ছাধীন করে দেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। আকরাম খান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব প্রথম টেস্ট খেলছেন না- এটা নিশ্চিত। যদি দ্বিতীয় টেস্টে সে খেলতে চায়, তাহলে খেলতে পারবে। তবে, তাকে দুই টেস্টের জন্যই বিশ্রাম দেয়া হয়েছে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।