আজকের খেলা শুরু সাড়ে ৯টায়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা আড়াই ঘণ্টা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যে কারণে ওইদিন (বুধবার) দুপুর সোয়া ১টায় খেলা শুরু হওয়ার পর শেষ হয়েছিল ১ ঘণ্টা দেরিতে, সন্ধ্যা ৬টায়।

তৃতীয় দিন যে আড়াই ঘণ্টা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, এ কারণে বাকি দুইদিন খেলা শুরু হবে আধা ঘণ্টা আগে, অর্থ্যাৎ সকাল সাড়ে ৯টায়। সাধারণত খেলা শুরু হওয়ার কথা ছিল ১০টায়।

আজ সকাল থেকে চট্টগ্রামের আবহাওয়া চমৎকার। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তরের খবরও তাই। বৃষ্টির সম্ভাবনা কম।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। মুশফিকুর রহীম এবং সাব্বির রহমানের হাফ সেঞ্চুরির সুবাধে বাংলাদেশের রান দাঁড়ায় ৩০৫। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং পিটার হ্যান্ডসকম্ব ও স্টিভেন স্মিথের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছে ৩৭৭। ইতিমধ্যেই তারা ৭২ রান লিড নিয়েছে।

আজ অপরাজিত থেকে ব্যাট শুরু করবেন নাথান লিওন এবং স্টিভেন ও’কিফ। ও’কিফ অপরাজিত ৮ রানে এবং লিওন এখনও রানের খাতা খুলতে পারেননি।

এআরবি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।