টিম বাসে ঢিল : অস্ট্রেলিয়ার নিরাপত্তা জোরদার

আরিফুর রহমান বাবু
আরিফুর রহমান বাবু আরিফুর রহমান বাবু , বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৪:৪২ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল। কেউ হতাহতও হয়নি। তারপরও বিষয়টাকে ছোট করে দেখার উপায় নেই। এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভিনদেশি এক দলের বাসে কে বা কারা ঢিল ছুড়ে টিম বাসের জানালার কাঁচ ভেঙে ফেললো? তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার যথেষ্ঠ কারণ আছে বৈকি।

গতকাল (সোমবার) প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া যখন টিম হোটেলে ফিরছিল, তখন কে বা কারা টিম বাসকে উদ্দেশ্য করে ঢিল ছোড়ে। সেই ঢিলে অস্ট্রেলিয়ার টিম বাসের একটি কাঁচও ভেঙে যায়। আশার কথা অস্ট্রেলিয়া বিষয়টাকে খুব বড় করে দেখেনি। কোন নেতিবাচক মানসিকতা থেকেও দেখেছে না।

এক বিবৃতি টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধানকর্তা শন ক্যারোল এক বিবৃতিতে এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই অভিহিত করেছেন। শন ক্যারোল বিবৃতিতে বলেন, ‘প্রথম দিনের খেলা শেষে আমাদের দল হোটেলে ফেরার পথে এক ঢিলে টিম বাসের কাঁচের জানাল ফেটে যায়। তবে তাতে কেউ আহত হয়নি। আমরা যারা টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে জানতে চেয়েছি এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবিও তোলা হয়। তারা তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানাতে না পারলেও বলেন হয়ত কোন ইটের টুকরো বা পাথড় ছোড়া হয়েছিল।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর পরই বাংলাদেশের নিরাপত্তা সংস্থা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা টিম হোটেল (রেডিসন ব্লু) থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা-যাওয়ার পথে নিরাপত্তা বাড়ানোর পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন।’

শন ক্যারোলের বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমরা আগে থেকেই বাংলাদেশের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। সোমবার টিম বাসে ঢিল ছোড়ার পর যে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেটাও আমাদের নজরে পড়েছে। আমরা তাতেও সন্তোষ প্রকাশ করছি।’

এদিকে শুধু বিবৃতি দেয়াই নয় অজিরা বাংলাদেশের নেয়া নিরাপত্তা ব্যবস্থায়ও সন্তুষ্ট। এমনিতেই কঠোর নিরাপত্তার চাঁদরে ঢাকা ছিল চট্টগ্রাম শহর। তার ওপর আগের সন্ধ্যায় অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছোড়ার ঘটনায় নিরাপত্তা রীতিমত দ্বিগুণ বাড়ানো হয়েছে। আর সে কারণেই অস্ট্রেলিয়া কোন রকম আপত্তি না করে আজ যথা সময়েই মাঠে চলে এসেছে। টেস্টের দ্বিতীয় দিনের খেলা যথা সময়েই খেলা শুরু হয়ছে।

এআরবি/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।