সাগরিকায় রোদ ঝলমলে সকাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

সোমবার ভোরেও বন্দর নগরীর আকাশে ছিল মেঘের আনাগোনা। কিন্তু সকাল দশটায় নির্ধারিত সময়ে খেলঅ শুরুর আগেই সে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যায়। তারপর মেঘ ও বৃষ্টি মুক্ত দিন কেটেছে। সোমবার টেস্টের প্রথম দিন বৃষ্টি বাঁধা হয়ে দাড়ায়নি এতটুকু।

মঙ্গলবার ভোর থেকেই বন্দর নগরীর আকাশ পরিষ্কার। নীল আকাশ। মেঘের ‘ম’ ও নেই কোথাও। সকাল দেখে নাকি বোঝা যায় দিনটি কেমন যাবে, আজ মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে সকাল। ধরেই নেয়া যায় আবহাওয়ার অতিনাটকীয় পরিবর্তন না ঘটলে দ্বিতীয় দিনের খেলা একদম নির্ধারিত সময় মানে সকাল দশটায় শুরু হবে।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।