তিন স্পিনার নিয়ে মাঠে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৭

হ্যাজেলহুডের পরিবর্তে স্টিভেন ও’কিফের দলে অন্তর্ভুক্তির পরই ধারণা করা হচ্ছিল দ্বিতীয় টেস্টে তিন স্পিনার নিয়ে মাঠে নামবে সফরকারী অস্ট্রেলিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই তাই দেখা গেল। এক পেসারের সঙ্গে অসি দলে তিন স্পিনার।

দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মুশফিকুর রহীম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। আর সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন হয়েছে আরও একটি। উসমান খাওয়াজার পরিবর্তে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হিল্টন কার্টরাইট। এদিকে বাংলাদেশও তিন স্পিনারের সঙ্গে এক পেসার নিয়ে মাঠে নামবে। শফিউলকে বিশ্রাম দিয়ে মুমিনুলকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, ন্যাথান লিওন, স্টিভেন ও’কিফ।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।