দ্বিতীয় টেস্ট আরও কঠিন হবে : হাবিবুল বাশার

মুনওয়ার আলম নির্ঝর
মুনওয়ার আলম নির্ঝর মুনওয়ার আলম নির্ঝর , স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৭

তামিম-সাকিবের সঙ্গে তাইজুল-মিরাজদের দুর্দান্ত পারফরমেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। কিন্তু জয়টা সহজ না কঠিন তা কেউ মনে রাখেনি। টেস্টের প্রথম ২ দিন বাংলাদেশ নিয়ন্রণ করলেও, তৃতীয় দিন এসে চালকের আসনে বসে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন সময় যত গড়াতে থাকে তত জয় দু'দলের ভাগ্যেই ঝুলতে থাকে। শেষ পর্যন্ত তাইজুল হ্যাজেলউডকে আউট করে পুরো বাংলাদেশকে আনন্দে ভাসায়।

তবে অন্য সবার মত প্রথম টেস্টের শুধু জয় পরাজয়টিই দেখছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে প্রথম টেস্ট জেতাটা সহজ ছিল না। তবে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ও চট্টগ্রাম টেস্টের আদ্যোপন্ত নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছন তিনি।

প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্ট আরও বেশি কঠিন হবে উল্লেখ করে হাবিবুল বাশার বলেন, ‘প্রথম টেস্ট থেকে দ্বিতীয় টেস্টে আশা অনেক বেশি। প্রথম টেস্টটা অনেক কঠিন ছিল। আসলে প্রথম ম্যাচ সব সময়েই কঠিন থাকে। তবে আমরা জানি সেকেন্ড টেস্টটা আরো কঠিন হবে। কারণ অস্ট্রেলিয়ার স্পিন অনেক ভালো। ওরা আরো ভালো অনুশীলন করে আসবে। আমাদের প্রথম কাজ ছিল প্রথম টেস্ট জেতা। আমরা তা পেরেছি।’

উইকেট দেখেই সিদ্ধান্ত নেয়া হবে কয় পেসার খেলবে বলেও জানান তিনি। ‘আসলে পেসারদের নিয়ে বলার সময় এখনো আসেনি। আমরা উইকেট এখনও দেখিনি। প্রথম টেস্টে পেসাররা তেমন ভাল করতে পারেনি। তবে আমাদের পেসাররা অনেক ভালো।’

প্রথম টেস্টে খুব বেশি পেসারদের ব্যবহার করা হয়নি। তাই ঘুরেফিরে বারবার দ্বিতীয় টেস্টে এক পেসার নেয়ার পক্ষে অনেকেই মত দিচ্ছেন। তবে দল গঠনের ব্যাপারে অনেক ভাবনা-চিন্তা করেই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, ‘আসলে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে উইকেট কেমন হবে। তার উপর নির্ভর করে একাদশ ঠিক করতে হবে।’

ইমরুল কায়েসে তিনে খেলাটা সমস্যা মনে করেন না বাশার। তার মতে ‘দলের যেটা ভালো সেটাই করা উচিত। তিনি বলেন, 'না আমার কিন্তু এমন মনে হয় না। আসলে আপনার কাছে টিম কী চায় তা দেখতে হবে। আপনি কোথায় খেলতে পছন্দ করেন তা দেখে কিন্তু টিমের গেইম প্ল্যান হয় না। টিমের গেইম প্ল্যান হয় কোনটা করলে টিমের ভালো হয়। তো আপনাকে ঐভাবে করতে হবে। টিম যদি মনে করে আপনাকে এইখানে ব্যাটিং করালে টিমের ভালো তো আপনাকে সেখানে ব্যাটিং করতে হবে। নিজের থেকে টিম আগে আসে। তো সেটাকেই আগে দেখতে হবে।’

দলের প্রয়োজনে যে কোন জায়গায় খেলার ব্যাপারে উদাহরণ টেনে তিনি বলেন, ‘দেখুন মুশফিক আর সাব্বিরের পজিশন। তারা কিন্তু পালা বদল করে আগে পরে ব্যাটিং করেছে। তো টিম যা চাইবে তাই করতে হবে। কারণ দল সবার আগে।’

এদিকে দ্বিতীয় টেস্টের একাদশে মুমিনুল হক থাকতে পারেন বলেও জানিয়েছেন হাবিবুল বাশার।

এমএএন/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।