দেশবাসীকে ঈদের শুভেচ্ছা মাশরাফির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৭

নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

শনিবার সকাল সাড়ে ৭টায় ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদগাহে এসে পৌঁছান মাশরাফি। এ সময় মাশরাফির পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। নামাজ শেষে তিনি আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে ঈদের কোলাকুলি করেন।

Narail-Masrafi

নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামাতে শরিক হন।

ঈদের নামাজে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

হাফিজুল নিলু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।