জয়ের ম্যাচে তামিমের জরিমানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ৩১ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছেন তামিম। ক্যারিয়ারের ৫০তম টেস্টের দুই ইনিংসেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তবে জয়ের পরের দিনই এক দুঃসংবাদ শুনলো দেশসেরা এই ওপেনার। মাঠে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

আইসিসির নীতিমালার লেভেল-১ এর ২.১.১ এর নিয়ম ভঙ্গ করায় তামিমের জরিমানা করা হয়। জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তামিমের সঙ্গে।

ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে অসি ব্যাটসম্যানের গ্লভস পরিবর্তনের সময় আম্পায়ারের সঙ্গে বিতর্ক শুরু করেন। পড়ে ম্যাচ শেষে দুই আম্পায়ার বিষয়টি ম্যাচ রেফারির নজরে দেন। তামিম ম্যাচ রেফারির কাছে অভিযোগ স্বীকার করে নেওয়ায় আর কোন শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও একই অভিযোগে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছিল তামিমের সঙ্গে। ফলে তার ডিমেরিট পয়েন্ট হল দুই। তার নামের সঙ্গে আর দুই ডিমেরিট পয়েন্ট যোগ হলেই এক ম্যাচ নিষিদ্ধ হবে এই ওপেনার।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।