দক্ষিণ আফ্রিকার কোচ হলেন ওটিস গিবসন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৩০ আগস্ট ২০১৭

দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার ওটিস গিবসনকে। যিনি এখন ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের বর্তমান সিরিজ শেষ হলেই ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব ছাড়বেন গিবসন। এর আগেও অবশ্য প্রধান কোচ ছিলেন তিনি। ২০১০ থেবে ২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরই মধ্যে তিনি ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দেন।

ক্রিকইনফো আগেই জানিয়েছিল যে, ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব থেকে আগেভাগেই গিবসনকে নিয়ে যেতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকট বোর্ডকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

তবে এ সংবাদ সত্য প্রমাণিত হয়, দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে রাসেল ডোমিঙ্গোর পদত্যাগের পরই। কারণ, তিনি চার বছর দায়িত্ব পালন করার পরও নতুন করে আবেদন করতে হবে বলা হয়েছিল সিএসএর পক্ষ থেকে।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।