‘পরপর দুটি বিশ্বমানের দলকে হারানো সহজ কথা নয়’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১০ পিএম, ৩০ আগস্ট ২০১৭

প্রথমে সাকিব আল হাসান, পরে কোচ চন্ডিকা হাথুরুসিংহে- তাদের কথা শুনে মনে হয়েছে বাংলাদেশ টেস্টে অস্ট্রেলিয়াকে ২-০‘তে হারাতে চায়। তাহলে এটা পূর্ব ঘোষণাই ছিল। অসি অধিনায়ক স্টিভেন স্মিথ আবার তেমন মন্তব্যে চটেছেন।

কিন্তু আজ অস্ট্রেলিয়াকে প্রথম টেস্ট হারানোর পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম বললেন অন্য কথা। মুশফিকের দাবি, কোনরকম পূর্ব ঘোষণা ছিল না।

বুধবার দুপুরে শেরে বাংলার কনফারেন্স হলে টাইগার অধিনায়কের কথা, ‘আসলে এটা তো ঘোষণা না! আমরা বলেছি সম্ভব। মানে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। এটা তো অসম্ভবের কিছু না।’

মুশফিক আরও যোগ করেন, ঘরের মাঠে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়, যে কোনো দলের বিপক্ষেই জেতা সম্ভব। সেটা কিভাবে? মুশফিকের ব্যাখ্যা, কারণ হোম কন্ডিশনে আমাদের নিজের শক্তিটা আমরা জানি। সব মিলিয়ে বলবো যে, এটা সহজ নয়। গত চারটা দিন অনেক কষ্ট করেছি। ওরাও অনেক লড়াই করেছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারও অনেক চেষ্টা করেছে। আমরাই হেসেছি শেষ হাসি। এটা বড় একটা সন্তুষ্টি। একই সঙ্গে এটা আমাদের শিক্ষাও। যত বড় দলই হোক না কেন, এই কন্ডিশনে আমরা যে কোনো পরিস্থিতিতে জিততে পারি।’

মুশফিকের উপলব্ধি আজকের ঐ অবিস্মরণীয় জয়ের পর কেউ আর ইংল্যান্ডকে ঘরের মাঠে হারানো নিয়ে কোনো কটুক্তি করতে পারবেন না।

এ সম্পর্কে তার ব্যাখ্যা, ‘কেউ হয়তো বলতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে আমরা কোনোমতে জিতে গেছি; কিন্তু এখন আর সেটা বলতে পারবে না। কারণ দুটো বিশ্বমানের দলের সঙ্গে পর পর জেতা সহজ নয়। এখানে আমাদের চারদিন ধরে ভালো খেলতে হয়েছে। এখানে ইতিবাচক দিকগুলো আমরা নিবো। একই সঙ্গে আমরা আরো উন্নতি করতে চাইবো।’

বাংলাদেশ অধিনায়ক মনে করেন অস্ট্রেলিয়াকে হারানো অবশ্যই বড় অর্জন, ‘অবশ্যই এটা অনেক বড় একটা অর্জন। এখন বলতে পারি এই ম্যাচটা ঐতিহাসিক ছিল। আপনারা বলছিলেন, ১১ বছর পর খেলা। ম্যাচ কোনোদিন ঐতিহাসিক হয় না। ফলের কারণে হয়তো কোনো ম্যাচকে মনে রাখা যায়। এটাকে আমি অনেক বড় অর্জন বলবো। ইংল্যান্ড অনেক শক্তিশালী দল ছিল।’

উপমহাদেশে অস্ট্রেলিয়ার খেলার অভ্যস্ততার কথা তুলে ধরে মুশফিক বলেন, ‘সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা ভালো না হলেও ওরা কিন্তু এখানে প্রায় সবাইকেই নিয়ে এসেছে।’

তবুও এখানকার উইকেটে যে তারা অনভিজ্ঞ, সেটাই মনে হয়েছে মুশফিকের। তিনি বলেন, ‘আমার মনে হয় চারদিন লড়াই করেছি, সব সময় ওদের সঙ্গেই ছিলাম। আজকে ওরা একটু এগিয়ে গিয়েছিল। এরপরও উইকেটে যেমন সহায়তা ছিল স্পিনারদের জন্য, আর ওদের ওপরের দুই ব্যাটসম্যান ছাড়া অন্য যারা আছে তাদের এ ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা কমই আছে। এ কারণে এতটুকু বিশ্বাস আমাদের ছিল। এই জয়গুলো আমাদের মতো দলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। এ ধরনের অভিজ্ঞতাগুলো সব সময়ই কাজে লাগে। আবার যখন এ ধরনের পরিস্থিতিতে পড়বো আরও ভালোভাবে সামলাতে পারবো আমরা।’

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।