বাংলাদেশ সিরিজ শেষ হ্যাজলউডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৯ আগস্ট ২০১৭

ঢাকা টেস্টে স্বরূপে দেখা যায়নি জস হ্যাজলউডকে। প্রথম ইনিংসে বল হাতে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ৪.১ ওভার বোলিং করার সুযোগ হয়। এর মধ্যেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৫তম ওভারে হ্যাজলউডের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। ওভারের প্রথম বলটি করার পরই কিছুটা খোঁড়াতে খোঁড়াতে অধিনায়কের দিকে যান।

বেশ কিছুক্ষণ অধিনায়কের সঙ্গে কথা বলে আম্পায়ারের কাছ থেকে অনুমতি নিয়ে মাঠের বাইরে চলে যান এই ফাস্ট বোলার। তার বাকি পাঁচটি বল করেন অ্যাস্টন অ্যাগার। পরে আর মাঠে ফিরতে পারেননি হ্যাজলউড।

এবার তো বড়সড় এক দুঃসংবাদই পেলেন হ্যাজলউড। সাইড স্ট্রেনের ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ শেষ তার। এমনকি ভারত সফরেও থাকতে পারছেন না ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার!

এনইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।