রুটের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৮ আগস্ট ২০১৭

বেন স্টোকসের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ২৫৮ রানে। জবাবে ক্রেইগ ব্রেথওয়েট ও শাই হোপের জোড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৪২৭ রান।

১৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এ যাত্রায় তাদের শুরুটা ভালোই ছিল। ওপেনিং জুটিতে আসে ৫৮ রান। ওপেনার অ্যালিস্টার কুক থামেন ২৩ রানে। অপর ওপেনার মার্ক স্টোনম্যান ফিফটি তুলে নিয়েছেন। করেছেন ৫২ রান।

টম ওয়েস্টলির দৌড় থামে ৮ রানে। ইংল্যান্ড লড়ছে জো রুটের ব্যাটে। তৃতীয় দিন শেষে ৪৫ রানে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক। তার সঙ্গে আরেক অপরাজিত ব্যাটসম্যান ডেভিড মালান (২১ রান)।

হেডিংলি টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৭১ রান। স্বাগতিকরা এগিয়ে আছে ২ রানে। হাতে আছে ৭ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি উইকেট নেন জেসন হোল্ডার। শ্যানন গ্যাব্রেইল নিয়েছেন একটি উইকেট।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।