ওয়ানডে সিরিজও ভারতের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৮ আগস্ট ২০১৭

টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নিলো সফরকারী ভারত। রোহিত শর্মার সেঞ্চুরি আর ধোনির হাফ সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেটে জয় পেয়েছে কোহলির দল। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে লাহিরু থিরিমান্নের ৮০ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান তোলে শ্রীলঙ্কা। ভারতের হয়ে ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট নেন জাস্প্রিত বুমরাহ।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অপ্রতিরোধ্য ১২৪ আর ধোনির ৬৭ রানের উপর ভর করে ৬ উইকেটের জয় তুলে নেয় কোহলি বাহিনী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের পারফরমেন্সে ক্ষুব্ধ দেশটির ক্রিকেট ভক্তরা। চলতি সিরিজেই এর আগে দলের বাস থামিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন তারা। আর তৃতীয় ওয়ানডেতে ভারতের ইনিংসের ৪৪তম ওভার শেষে গ্যালারি থেকে বোতল ছুড়ে খেলাই বন্ধ করে দিয়েছিলেন তারা। পড়ে গ্যালারি ফাঁকা করে ৪০ মিনিট পর শুরু হয় খেলা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।