সাকিব-তামিমের জুটিতে সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৭ আগস্ট ২০১৭

টস জিতে ব্যাট করতে নেমে ৪ ওভারে স্কোর বোর্ডে ১০ রান যোগ করতেই বাংলাদেশের তিনজন প্রথম সারির ব্যাটসম্যান সাজঘরে। দলের হয়ে হাল ধরলেন ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্ট ম্যাচ খেলতে নামা তামিম-সাকিব। আর দুইজনে মিলে গড়লেন শতরানের জুটি। এ জুটির উপর ভর করেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

শেরে বাংলায় টস জিতে ব্যাট করতে নেমে হ্যাজেলউডকে চমৎকার বাউন্ডারি মেরে শুরু করা সৌম্য পরের ওভারেই কামিন্সের পেসে কিছুটা অস্বস্তিতে ছিলেন। ওভারের চতুর্থ বলে ব্যাটের কানায় লেগে স্লিপের উপর দিয়ে ভাগ্যগুণে বাউন্ডারি পান সৌম্য। তবে পরের বলে ভাগ্য আর সহায় হয়নি। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যক্তিগত ৮ রানে স্লিপে পিটার হ্যান্ডসকমের হাতে ধরা পড়েন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

নিজের পরের ওভারেই পরপর দুই বলে ইমরুল কায়েস ও সাব্বির রহমানকে সাজঘরে ফেরান কামিন্স। জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো পারেননি ইমরুল। ব্যাটের নিচের কানায় লেগে আসা ক্যাচ গ্লাভসে জমান ম্যাথু ওয়েড। পরের বলে উইকেটররক্ষক ওয়েডকে সহজ ক্যাচ দেন সাব্বির। দুই জনের কেউই রানের খাতা খুলতে পারেননি।

তবে এরপর দলের হাল পঞ্চাশতম টেস্ট খেলতে নামা সাকিব-তামিম। অভিজ্ঞ দুই ব্যাটসম্যান শতরানের জুটি গড়েন তোলেন। তবে সাকিবের ব্যাটিং দেখে মনেই হয়নি টেস্ট খেলছেন। ওয়ানডে মেজাজে খেলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি। তবে ধৈর্যশীল ব্যাটিং করে যাচ্ছেন তামিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২০ রান। সাকিব ৫৬ আর তামিম ৪৯ রান নিয়ে ব্যাট করছেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।