অস্ট্রেলিয়াকে ২-০তে হারানোর সামর্থ্য আছে আমাদের : মুশফিক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৬ আগস্ট ২০১৭

এ কথা অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসার পরই শোনা যাচ্ছে, টাইগাররা এবার অসিদের হোয়াইটওয়াশ করবে। কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এবং দলের অন্যতম চালিকাশক্তি সাকিব আল হাসান মিডিয়ার সামনে তা-ই বলেছেন। আসলেই কি অস্ট্রেলিয়াকে ২-০তে হারাতে পারবে বাংলাদেশ?

টেস্ট সিরিজের শুরুর আগে শেষ প্রেস কনফারেন্সেও উঠল একই প্রশ্ন। অধিনায়ক মুশফিক রহীমের ব্যাখ্যা শুনুন, ‘হ্যাঁ, অস্ট্রেলিয়াকে ২-০তে হারানোর সামর্থ্য আছে আমাদের। গত দুই বছরে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নিজেদের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছি। কয়েক মাস আগে শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কানদের বিপক্ষে নিজেদের শততম টেস্টে জয় পেয়েছি। তার মানে, আমাদের জেতার মতো শক্তি আছে।’

‘এখানে আমরা খেলব হোম কন্ডিশনে। যদিও টানা বৃষ্টিতে উইকেট তৈরির কাজটা বিঘ্নিত হয়েছে। উইকেটের চরিত্র নিয়ে তাই কিছুটা ধোয়াটে অবস্থা আছে। তবে আমার মনে হয়, আমাদের যে শক্তির জায়গাগুলো আছে; সেগুলোর সঠিক প্রয়োগ ঘটাতে পারলে অবশ্যই জেতা সম্ভব। আমি মনে করি, আমাদের বোলিংটা বেশ ভালো। শুধু স্পিন ডিপার্টমেন্ট নয়, পেস বোলিংটাও ভালো। ব্যাটিংয়ে বেশ কয়েজন স্কিলড ব্যাটসম্যান আছে। এখন জায়গামতো সামর্থ্যের সঠিক প্রয়োগ ঘটাতে পারলেই সাফল্যের দেখা মিলবে।’-যোগ করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

এই টেস্ট সাকিব আল হাসান ও তামিম ইকবালের পঞ্চাশতম টেস্ট। সে সম্পর্কে মুশফিকের কথা, ‘সাকিব-তামিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দুই উজ্জ্বল তারকা। আমাদের বড় নির্ভরতাও। তারা ৫০তম টেস্ট খেলছে, গোটা দলের সেই ব্যাপারটা মাথায় আছে। আমরা চাই, এই ম্যাচে ভালো কিছু করে সাবিক-তামিমকে উপহার দিতে। পুরো দল ভালো খেলে সাফল্য পেলে সাকিব-তামিমের জন্য ভালো গিফট হবে। আমার বিশ্বাস, সাকিব-তামিমও এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে নিজেদের উজাড় করে দেবে।’

হোয়াইটওয়াশের কথা বললেও আলাপচারিতার এক পর্যায়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দুই দলের শক্তির ভারসাম্য ৫০/৫০। লিওন, হ্যাজেলউড ও কামিন্সকে সামলানোর মতো ব্যাটসম্যান আমাদের আছে। তবে অস্ট্রেলিয়া পেশাদার দল। যারা সহজে হার মানতে চায় না। সেই দলের সঙ্গে ঘরের মাঠে আমাদের এগিয়ে থাকার জায়গা হচ্ছে অভিজ্ঞতা। আমার মতে, আমরা অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে।’

ব্যক্তিগত লক্ষ্য নিয়ে মুশফিকের ভাষ্য, ‘ব্যাটিংয়ে চার ইনিংসে যতটা সম্ভব ভালো খেলা যায়। সে চেষ্টাটাই করব। এ ছাড়া অন্যান্য কাজগুলোও ঠিকমতো করব, যাতে দলের জন্য ভালো খেলতে সহায়ক হয়।’

কোচ হাথুরুর টুইটবার্তা নিয়ে মুশফিক বলেন, ‘দল নিয়ে কোচ টুইটারে কী লিখেছেন, তা দেখিনি। কারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কমই সম্পৃক্ত। তবে এটা সত্যি যে, দল সাজানো নিয়ে খানিক দ্বিধাদ্বন্দ্বে আছি আমরা। এখনই বলা যাচ্ছে না টিম কম্বিনেশন কী হবে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত উইকেট দেখব। তারপর কম্বিনেশনের আলোকে একাদশ সাজাব।’

অস্ট্রেলিয়াকে ২-০ তে হারাবেন টাইগাররা। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এমন মন্তব্যে বিস্মিত স্টিভেন স্মিথ। প্রেস কনফারেন্সে অসি অধিনায়কের চোয়াল শক্ত হয়ে গেল। কিছুটা ভ্রু কুঁচকে তিনি বলেন, ‘বাংলাদেশ ১০০ টেস্টে তো মাত্র ৯টিতে জিতেছে। কাজেই অস্ট্রেলিয়াকে ২-০তে হারানোর মন্তব্যটা অবশ্যই অবাক করার মতো। আমি সত্যিই বিস্মিত হয়েছি।’

এআরবি/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।