বন্যার্তদের পাশে রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৫ আগস্ট ২০১৭

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে উত্তরের বেশ কয়েকটি জেলা। গত দুই দিনে বন্যায় ভেঙে গেছে বেশ কয়েকটি নদী রক্ষা বাঁধ। বন্যায় বিভিন্ন জেলায় প্রাণহানি ঘটেছে।

সেই বন্যার্তদের পাশে দাঁড়াল রংপুর রাইডার্স। দুর্যোগ মোকাবেলার লড়াইয়ে পাশে আছে এবং থাকবে বিপিএলের এই দলটি। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘দুর্যোগ মোকাবেলার লড়াইয়ে পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে রংপুর রাইডার্স।’

‘বন্যার্তদের পাশে রংপুর রাইডার্স’-এই ব্যানার নিয়ে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করে রংপুর রাইডার্স। চলতি সপ্তাহে তিন দিনব্যাপী এই ত্রাণ প্রদান কর্মসূচী পালন করে। রংপুর জেলার বিভিন্ন বন্যা কবলিত স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়।

এনইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।