পাকিস্তানে খেলাকে দোষের দেখছেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৫ আগস্ট ২০১৭

পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব একাদশ বনাম পাকিস্তান একাদশের প্রীতি ম্যাচ। সেখানে খেলতে যাওয়ার কথা রয়েছে টাইগার ওপেনার তামিম ইকবাল খানের। তার খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

অনেক তামিম-ভক্তই মনে করেন, তামিমের পাকিস্তানে খেলতে যাওয়াটা মোটেই ঠিক হচ্ছে না। তবে তামিম মনে করছেন, পাকিস্তানে খেলাটা দোষের কিছু নয়। আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কনফারেন্স লাউঞ্জে বসে অনুশীলনের পূর্বে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তামিম মনে করেন, কাউকে না কাউকে এগিয়ে যেতেই হতো। এখানে দোষের কিছু নেই। তিনি বলেন, ‘ক্রিকেটিং ১০টা দেশ একটি পরিবারের মতোই। একজনকে না একজনকে তো সাহায্য করতেই হবে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে।’

তামিমের মতে, পাকিস্তানে বিশ্ব একাদশের খেলার এই উদ্যোগটা খুবই ভালো। বলেন, ‘তারা একটা চমৎকার জিনিস আয়োজন করছে। আশা করি, যদি সফলভাবে আয়োজন করতে পারে তারা। তাহলে দেখবেন সামনে আরও টিম খেলতে যাবে সেখানে (পাকিস্তানে)।’

বাংলাদেশি এই ওপেনার মনে করেন, এমনটা আরও আগে শুরু হওয়া দরকার ছিল, ‘একটা সময় এটা শুরু হওয়া দরকার ছিল। আমরা প্রথমেই শুরু করলাম। আমার কাছে মনে হয় এটা একটি খুবই চমৎকার উদ্যোগ, যেটা আর একটু আগে শুরু হলে ভালো হতো।’

এছাড়া তামিম টুর্নামেন্টের মান এবং বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করার বিষয়েও কথা বলেন, ‘দেখুন, প্রথমত এটা আইসিসি অনুমোদিত একটা টুর্নামেন্ট। এছাড়া এটার একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস আছে। দ্বিতীয়ত, আমার কাছে মনে হয়, বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বড় ব্যাপার। এর জন্য আমি গর্বিত।’

এমএএন/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।