স্পিনই যেন সব!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৫ আগস্ট ২০১৭

উপমহাদেশে স্পিনাররা সব সময় শক্তিশালী আর বাংলাদেশের স্পিনাররা এখন বিশ্বসেরা সে কথা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া দলের প্রেস কনফারেন্স গুলোতেও সে কথা ফুটে উঠেছে বারবার। আর আজ (শুক্রবার) অনুশীলনেও দেখা গেল বাংলাদেশের স্পিন প্রতিরোধে যেন উঠে পড়ে লেগেছে অজিরা।

অজি দলের প্রতিটি ব্যাটসম্যানই নিয়মিত স্পিনারদের মোকাবেলা করছে হয় নেটে অথবা একাডেমি মাঠের মূল পিচে। যেন স্পিনই এই টেস্টের বড় প্রতিপক্ষ অজিদের।

এদিকে শুধু ব্যাটিং নয় দলের স্পিনারদেরও বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে টেস্টে বড় ধরনের ব্যবধান তৈরি করার জন্য। ন্যাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাস্টন অ্যাগারকেও দেখা গেল একমনে বোলিং অনুশীলন করতে। পাশাপাশি তারা পরামর্শও নিচ্ছে কোচদের কাছ থেকে। এক কথায় বলা যায় পেস নির্ভর অস্ট্রেলিয়া যেন বাংলাদেশের শক্তিশালী স্পিন গুড়িয়ে দিয়ে, অজি স্পিনেই বাংলাদেশকে কাবু করতে চায়।

এমএএন/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।