অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ : সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৪ আগস্ট ২০১৭

হোম কন্ডিশনে যতই অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিকল্পনা সাজানো হোক, যে কোনো পরিবেশ এবং যে কোনো উইকেটে তারা কঠিন প্রতিপক্ষ। এ বিষয়টা যত সহজে অনুধাবন করা যাবে ততটাই লাভ হবে বাংলাদেশের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করছেন যে কোনো পরিবেশে, যে কোনো কন্ডিশনে অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ দলের অনুশীলন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করেন সাকিব আল হাসান। সাকিবের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়ার কোন বিষয়টাকে আপনি হুমকি মনে করছেন?

এ প্রশ্নের জবাব দিতে গিয়ে সাকিব বলেন, ‘ওরা যেমন দল- যে পরিবেশেই আসুক, সব সময়ই কঠিন প্রতিপক্ষ। বিশ্বের যে কোনো জায়গায় ওরা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। এটা ওদের চেয়ে ভালো কেউ পারে না। ওরা তাই আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ।’

তবে একটা ক্ষেত্রে অসিদের চেয়ে নিজেদের এগিয়ে রাখলেন সাকিব। তিনি মনে করেন, অসিরা বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে অনেক অনভিজ্ঞ। সাকিব বলেন, ‘যদিও ওরা (অস্ট্রেলিয়া) এখনও একটু অনভিজ্ঞ। এমনকি ভারত ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স তেমন ভালো নেই। আশা করবো, সেটা যাতে এখানেও অব্যাহত থাকে আর আমরা ভালো করতে পারি ‘

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিততে হলে কী করতে হবে? সাকিব আল হাসান বাতলে দিয়েছেন সেই ফর্মুলা। তিনি বলেন, ‘টেস্ট জিততে হলে সব দিকেই ভালো করতে হবে। আমাদের সব কিছুই ভালো করতে হবে। ব্যাটিংও ভালো করতে হবে। বোলিংও ভালো করতে হবে। তবেই ভালো ফলাফল আশা করা সম্ভব।’

এমএএন/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।