ছোট ছোট ধাপে অস্ট্রেলিয়াকে হারাতে চান তামিম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৩ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়াকে ধুম করেই হারানো যাবে না। তাদের প্রতিটা সেশন ভাগ করে ছোট ছোট করে হারাতে হবে বলে মনে করেন বাংলাদেশি বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল খান।

আজ (বুধবার) রাজধানীর একটি হোটেলে হাউজুয়ে মোটরসাইকেলের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অস্ট্রেলিয়া বেশ পেশাদার একটি দল। এ কারণে তাদেরকে হারানোর কৌশলটাও ধীরে ধীরে প্রয়োগ করতে হবে বলে মানেন তামিম। এ বিষয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে দেখে আগে থেকেই হেরে যাবে এমনও নয়। ওরা খুব পেশাদার একটি দল। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা। ওদেরকে হারাতে হলে প্রত্যেকটা সেশন বলেন, আর প্রত্যেকটা বল বলেন প্রতিটিতেই আমাদেরকে ভালো করতে হবে। ছোট ছোট স্টেপ নিতে হবে। আর ওই প্রতিটা ছোট ছোট স্টেপেই জিততে হবে। এরপর তাদেরকে হারানোর চিন্তা।’

তবে সব কিছু স্বাভাবিক থাকলে অস্ট্রেলিয়াকে হারানোটা খুব একটা কঠিন মনে করছেন না তামিম। তিনি বলেন, ‘জয়ের জন্য আমরা জানি, ইজি থাকতে হবে। এটা কঠিনও না যে আমরা তাদেরকে হারাতে পারবো না। সব কিছু মাথায় রেখেই আমরা এগোচ্ছি এবং শেষ এক-দেড় মাস ধরে আমরা অনুশীলন করেছি। সুতরাং, ২৭ তারিখের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবো। এরপর মাঠে যতটা নিজেদের মেলে ধরতে পারবো ততই ভাল ফল পাবো আমরা।’

এ সময় তামিমের কাছে দলের গেম প্ল্যান জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমার কাছে যেটা মনে হয় দেখেন, আমরা হোম কন্ডিশনে খেলছি। আমাদের একটা সুবিধা থাকবেই; কিন্তু খেলার আগেই আমরা জিততে পারবো না। আমাদের পাঁচটি দিন ভাল করে খেলে, প্রত্যেকটা সেশনে ফাইট করে তবেই জিততে হবে।’

ম্যাচ শুরু হওয়ার আগে নিজেদের পুরনো সব ভুল শুধরে পুরোপুরি প্রস্তুত করার কথাও বলেন তিনি। তামিম বলেন, ‘অবশ্যই বড় দুটা টেস্ট ম্যাচ আমাদের জন্য। আসলে এর জন্য আমরা যতদিন ধরে অনুশীলন করেছি, তা যথেষ্ট। এখন নিজেদের প্রমাণ করার পালা। আরও দুই-তিনদিন সময় হাতে আছে, ফলে যে ছোট ছোট ভুলগুলো এখনও আমাদের আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। যাতে তাদের চেয়ে আমরা আরও ভালো হতে পারি, সেভাবেই কাজ করছি। আশা করবো , ২৭ তারিখের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবো।’

এর আগে অনুষ্ঠানে চুক্তি করতে তামিম মোটর সাইকেলে চড়ে অনুষ্ঠানস্থলে আসেন। এরপর চুক্তি সই করে, ফটোশ্যুটে অংশ নেন।

এমএএন/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।