সাকিব-মোস্তাফিজকে নিয়েই চিন্তিত অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৩ আগস্ট ২০১৭

ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট ক্রিকেটের যে কোন ফরম্যাটেই বোলারদের উপর রীতিমত চড়াও হন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। শেষ দিকে দ্রুত গতিতে রান তুলে দলকে এনে দেন বড় সংগ্রহ। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

বুধবার শেরে বাংলায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েল বলেন, ‘আইপিএলে আমরা মোস্তাফিজের বল খেলেছি। সে সত্যিই ব্যতিক্রম একজন বোলার। সে টেস্ট কম খেললেও গুরুত্বপূর্ণ সময়ে অনেকগুলো উইকেট নিয়েছে। সে এমন একজন বোলার যে বলে সুইং করা তে পারে এবং অবিশ্বাস্যভাবে স্লো বল করতে পারে। এ ছাড়া শেষ মুহূর্তে সে তার বল ডেলিভারির ধরন পরিবর্তন করতে পারে। যা আমাদের ব্যাটসম্যানদের জন্য সে খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে।’

সাকিবের প্রশংসা করে ম্যাক্সওয়েল বলেন, ‘সে খুবই অভিজ্ঞ খেলোয়াড়। সে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। আমরা ভালোভাবেই জানি সে একজন সত্যিকারের ক্রিকেট প্রতিভা।’

এদিকে নিজের সঙ্গে সাকিবের পার্থক্যের কথা উল্লেখ করে ম্যাক্সওয়েল আরও বলেন, ‘আমি মূলত একজন ব্যাটসম্যান আর সাকিব একজন প্রকৃত অলরাউন্ডার। আমি রান করে দলকে সাহায্য করি, আর সে দুইভাবেই।’

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।