পারফর্ম করেই দলে থাকতে চান ইমরুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ২২ আগস্ট ২০১৭

ইমরুল কায়েস ওপেনিং থেকে তিনে ব্যাট করার পর থেকেই বারবার আলোচনায় আসে তার পজিশন। আজও সংবাদ সম্মেলন জুড়ে তাকে এই পজিশন নিয়েই কথা বলতে হলো।

তিনি জানিয়েছেন টিম প্ল্যানের অংশ হিসেবেই তিন নম্বরে খেলছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় টিম প্ল্যানের কারণেই তিন নম্বরে। ম্যানেজমেন্ট এটাই ভাবছে। সৌম্য ওপেনিংয়ে গত কয়েকটা ম্যাচে ভালো করেছে। এ কারণে কোচ ভেবেছেন আমাকে তিন নম্বরে খেলানোর।’

তিন নম্বরে আপনাকে এনে অন্যকে ওপেনিংয়ে আনা, ঠিক প্ল্যান মনে করেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো বা। কারণ সৌম্য ভালো করছে। এ কারণেই কোচ ভেবেছেন তাকে ওপেনিংয়ে রাখতে। এটাই পরিকল্পনা- কোচ ভেবেছেন সৌম্যই ভালো হবে।’

তিন নম্বর পজিশন নিয়মিত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কিছু বলা হয়নি। নির্ভর করছে আমার পারফর্মের ওপর। পারফর্ম করলে তিনে থাকব। সেটা না পারলে হয়তো দলেই থাকব না।’

ওপেনিং থেকে সরিয়ে দেয়ায় ইমরুল বঞ্চিত কিনা তা নিয়ে কিছু বলতে চাননি। বলেছেন, ‘এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আট বছর খেলে ফেলার পর ইন-আউট হয়েছি। খারাপ খেললে জায়গা থেকে সরে যেতে হয়। আসার পর আবার নতুন করে শুরু করতে হয়। কী হতো বা কী হতো না, সেসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন সামনে যে দিন আছে, এগুলোতে ফোকাস করাই ভালো বলে মনে করি।’

মুমিনুলের থাকাটাকে পজেটিভ হিসেবেই দেখছেন এই বাংলাদেশি ব্যাটসম্যান। তিনি মনে করেন, ‘এটা (মুমিনুলের দলে থাকা) পজেটিভ দিক। টিমে লড়াই থাকলে সেটা ভালো। প্রতিযোগিতা বেশি থাকলে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো কাউকে খেলানোর জন্য বেছে নিতে পারে। আমি বলব- এটা একটা ভালো দিক দলের জন্য। এবং তারা পারফর্মও করবে।’

এমএএন/এনইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।