এখন আর ড্র করার জন্য খেলি না : সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ২২ আগস্ট ২০১৭

খুব বেশি দিন আগের কথা নয়। যখন বাংলাদেশ টেস্ট খেলতে নামত ড্র করার জন্য। ভালোভাবে পাঁচ দিন কাটিয়ে দেয়াই ছিল প্রধান লক্ষ্য। এটা করতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচতেন টাইগাররা। সেদিন আর নেই।

এখন আর ড্র করার জন্য খেলে না বাংলাদেশ। এমনকি পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়াও নয়। বাংলাদেশ এখন টেস্ট খেলে শুধু জয়ের জন্য। গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘আগে আমাদের মানসিকতা ছিল বড় দলগুলোর বিপক্ষে ড্র করার জন্য খেলতাম। চেষ্টা থাকত পাঁচদিন খেলা চালিয়ে যাওয়া। আপ্রাণ চেষ্টা থাকত ড্র করার। এখন আর ড্র করার জন্য খেলি না।’

এখন আর সেই অবস্থায় নেই বাংলাদেশ। টেস্ট ফরম্যাটেও জয়ের জন্য মাঠে নামেন টাইগাররা। সাকিবের ভাষায়, ‘কিন্তু এখন আর আত্মবিশ্বাসে ঘাটতি নেই। আমরা ঘরের মাঠে অপ্রতিরোধ্য। কোন দলের বিপক্ষে খেলি, সেটা ব্যাপার নয়। এই বিশ্বাসই একটি দলকে আরও ভালো করে তোলে। বনে যায় উইনিং টিম।’

অনেকে মনে করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এখনও টেস্ট মেজাজ তৈরি হয়নি। উন্নতি করার জায়গা আছে আরও। কিন্তু তাদের সঙ্গে একমত নন সাকিব। বলেন, ‘এটা দুঃখজনক যে, আমাদের ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। জানি না, এটা কীভাবে হচ্ছে। আমাদের কিছু করার নেই।’

২০০৭ সালে টেস্ট অভিষেক ঘটে সাকিবের। ৪৯টি টেস্ট খেলেছেন তিনি। ৪০.৯২ গড়ে নামের পাশে যোগ করেছেন ৩৪৭৯ রান। বল হাতে নিয়েছেন ১৭৬ উইকেট।

এনইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।