সিপিএলে গেইল ঝড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১২ এএম, ২২ আগস্ট ২০১৭

দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফেরার সুখবরটা পেয়েছেন সোমবারই। আর সুখবর পাওয়ার পরেই ম্যাচেই জ্বলে উঠলো গেইলের ব্যাট। তাকে সঙ্গ দিলেন লুইসও। আর এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে জ্যামাইকা তালাওয়াসকে ৩৭ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফ নিশ্চিত করেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই ঝড়ের আভাস দেন গেইল। ব্যক্তিগত ১৫ রানে জীবন পেয়ে আর জ্বলে ওঠে তার ব্যাট। শেষ পর্যন্ত ৫৫ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। আরেক ওপেনার লুইস ৩৯ বলে ৫ চার ও ৬ ছক্কায় করেব ৬৯ রান। এ ছাড়া কার্লোস ব্রাফেটের ১৩ বলে ২৬ ও মোহাম্মদ নবীর ১২ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৮ রান তোলে প্যাট্রিয়টস।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দেওয়া পাহাড়সম রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে জ্যামাইকা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।