মুমিনুল সেরাদের একজন : সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২১ আগস্ট ২০১৭

বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত মুমিনুল হক। প্রথম বাংলাদেশি হিসেবে টানা ১২ টেস্টে হাফ সেঞ্চুরি করার কীর্তিও গড়েন তিনি। আর সেই মুমিনুল জায়গা পাননি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে! ১৪ সদস্যের একজন হতে পারেননি তিনি।

অনেকটা অবাক করার মতোই বিষয়। তবে মোসাদ্দেক হোসেন সৈকতের চোখের ইনজুরির কারণে আবারও স্কোয়াডে ফিরলেন মুুমিনুল। তবে প্রথম স্কোয়াড ঘোষণায় মুমিনুলের বাদ পড়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

মুমিনুলকে স্কোয়াডে না দেখে অবাক হয়েছিলেন সতীর্থরা। সাকিব আল হাসান তাদেরই একজন। বিশ্বসেরা অলরাউন্ডার মুমিনুলের প্রশংসায় বলেন, ‘মুমিনুল আমাদের দলের সেরাদের একজন। তার অনুপস্থিতি (প্রথম স্কোয়াড ঘোষণায়) আমাদের মানসিকভাবে পিছিয়ে রাখবে।’

তবে কোচ ও নির্বাচকদের ওপর আস্থা আছে সাকিবের। তাদের গঠিত দল নিয়েও খেলতে দ্বিধা নেই তার, ‘যদি কোচিং স্টাফ এবং নির্বাচকরা মনে করেন যে এই দলটাই সেরা। তাতেও আপত্তি নেই। আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলা এবং জয় তুলে নেয়া। নানা মুনির নানা মত। তবে দিন শেষে সবারই চাওয়া, বাংলাদেশ ভালো খেলুক এবং জিতুক।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।