প্রেস ব্রিফিংয়ে নাসিরের হাস্যরস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ২০ আগস্ট ২০১৭

আমুদে ক্রিকেটার হিসেবে নাসির হোসেনের জুড়ি মেলা ভার। তিনি যে যথেষ্ঠ রসিক মানুষ তার প্রমাণ আজ আরও একবার রেখেছেন সংবাদ সম্মেলনে এসে। জাতীয় ক্রিকেট দলের অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে এসে প্রবেশই করলেন হাসি মুখে। এসেই সামনে রাখা মাইক্রোফোনগুলো নিয়ে খেলায় মেতে উঠলেন।

সংবাদ সম্মেলনের একপর্যায়ে এক সিনিয়র সাংবাদিক তাকে প্রশ্ন করার সময় ‘আপনি’ করে সম্বোধন করলেন। এ সময় নাসির সেই সিনিয়র সাংবাদিকের প্রশ্নের মাঝে হঠাৎ বলে ওঠেন, ‘আমি আপনার ছেলের বয়সী। আপনি আমাকে আপনি করে বলেন কেন?’ এই কথাটি বলে একটি মিষ্টি খোঁচা মারার হাসি দিলেন, যা নিয়ে পুরো কক্ষে হাসির রোল পড়ে যায়।

এরপর অপর এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘দল থেকে বাদ পড়ার সময় আর এখন দলে ফেরার সময় কি কি পরিবর্তন হয়েছে?’

এবারও দুষ্টমাখা হাসি দিয়ে তিনি বলেন, ‘বাদ পড়ার সময় তো আমার গোঁফ ছিল না আর এখন গোঁফ আছে।’ এই উত্তরে নাসিরসহ সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠেন।’

সংবাদ সম্মেলন শেষ করে বের হয়ে যাওয়ার সময় তার সামনে রাখা রেকর্ডিং এর জন্য সাংবাদিকদের মোবাইলগুলো দেখিয়ে নাসির বলেন, ‘একটা ভালো মোবাইল ফোনও নাই যে, নিয়া যাব।’

এ কথার রেশ ধরে হাসতে হাসতেই সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন মিস্টার ফিনিশারখ্যাত নাসির হোসেন।

এমএএন/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।