ওয়ালশের মনযোগী তিন ছাত্র

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২০ আগস্ট ২০১৭

প্রথম টেস্ট ও প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা হয়ে গেছে গতকাল। এখন চলছে টেস্টে ভালো খেলার কঠোর প্রস্তুতি।

আজ (রোববার) শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর মাঠে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল।

অনুশীলনে দেখা গেল কোর্টনি ওয়ালশের সবচেয়ে মনযোগী তিন ছাত্র। তারা হলেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

ওয়ালশ নিজে দাঁড়িয়ে ভুল ধরিয়ে দিচ্ছেন তিন শিষ্যকে এবং বিবিড় পর্যবেক্ষণ করছেন তাদের বোলিং। তার তিন শিষ্যও নিজ থেকে চেয়ে নিচ্ছেন প্রয়োজনীয় টিপস।

শুধু ওয়ালশ নয়, প্রধান কোচ হাথুরুসিংহেও। লঙ্কান এই কোচ যেন খুব মন দিয়ে দেখতে চাচ্ছেন, কী করছেন ওয়ালশ এবং তার শিষ্যরা।

উল্লেখ্য, ১৪ সদস্যের প্রস্তুতি ম্যাচ এবং প্রথম টেস্টের কোনটিতেই নেই রুবেল হোসেন।

এমএএন/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।