নিরাপত্তার বলয়ে শেরে বাংলা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ এএম, ১৯ আগস্ট ২০১৭

দীর্ঘ এগারো বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল (শুক্রবার) রাতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। আর এ সিরিজকে সামনে রেখে এরই মধ্যে পুরো ঢাকা জুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

তবে নিরাপত্তাটা যেন সবচেয়ে বেশ মিরপুরের ‘হোম অফ ক্রিকেটে।’ কয়েকদিন ধরেই নিয়মিত নিরাপত্তা নিশ্চিতের জন্য স্টেডিয়ামের ভেতর ও বাহিরে রয়েছে র্যা ব ও পুলিশের টহল দল। সাদা পোশাকে রয়েছে পুলিশের গোয়েন্দা শাখার লোক। প্রস্তুত রাখা হয়েছে সোয়াট বাহিনীও।

bcb

এদিকে অল্প সময়ের ভেতর স্মিথ-ওয়ার্নাররা জিম ও অনুশীলন করতে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জিমনেশিয়ামে। তাদের আসার আগেই দুপুর সাড়ে ১১টার দিকে স্টেডিয়ামে চলে এসেছে পুলিশের বিশেষ টিম। মিরপুরের ১০ নাম্বার মোড়ে রাখা হয়েছে পুলিশের সাজোয়া যান ও জল কামান।

এ সিরিজের নিরাপত্তা দেখে আপনার মনে হতে পারে, এটা কি যুদ্ধের প্রস্তুতি নাকি! তবে যুদ্ধ ঠিকই হবে, সেটা অস্ত্রের নয়। লড়াইটা হবে ব্যাটের-বলের। সাদা পোশাকে লাল বলের লড়াই।

এমএএন/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।